উপকরণ:
১। মুরগি মাংস কিমা ১ কাপ
২। মরিচ কুচি ৩/৪টা
৩। ধনে পাতা কুচি কুচি পরিমানমত
৪। লেবুর খোসা অল্প
৫। লবন পরিমানমত
৭। পিয়াজ কুচি (বড় ১টা)
৮। গোলমরিচ অল্প
৯। শুকনো মরিচ ভাজা (গুড়ো) অল্প
১০। ডিম ১ টা
১১। ব্রেডকাম আধা কাপ
১২। তেল পরিমানমত
প্রনালি:
তেল ছারা সব উপকরণ মিশিয়ে গোল গোল করে তেলে ভাজতে হবে।