পপ কেক

উপরণ: 
১। কেক   ৪০০গ্রাম
২। বাটার ক্রিম বা ( জেলি বা চকলেট  গলানো )
৩। চকলেটের  (বিভিন্ন রং  )
৪। পপ স্টিক
৫।সুইট বল


পপ কেক-রান্নাঘর


প্রনালী:
প্রথমে  কেক গুলো  গুরু করতে হবে ।তারপর বাটার ক্রিম মিশিয়ে ডো বানাতে হবে। ডো ছোট ছোট গোল করে পপ স্টিক লাগিয়ে আধা ঘন্ঠা ফ্রিজে রাখতে হবে। আধা ঘন্টা পর গলানো  চকলেটে ডোবিয়ে সুইট বল দিয়ে সজাতে হবে। ( চকলেট হালকা গরম দিলে গলে যায়)