রসুন চাটনি

উপকরণ:


১। জিরা আধা ১ চা চামচ  
২। রসুন ১০০ গ্রাম

৩। ধনে ১ চা চামচ

৪। শুকনো মরিচ ২/৩

৫। শুকনো মরিচ গুড়োঁ

৬। নারিকেল কুচি সামন্য

৭। পানি পরিমানমত

৮। তেল পরিমানমত

৯। তিল পরিমানমত

১০। লেবুর রস ১ চা চামচ



প্রনালি:

প্রথমে ফ্রাইপেনে তেল দিয়ে রসুন,ধনে. জিরা,শুকনো মরিচ ভেজে নিন।

তারপর ঠান্ডা হলে সব উপকরণ ব্লাইন্ড করে নিন। হয়ে যাবে রসুন চাটনি।